অনলাইন সংস্করণ
১৮:০৪, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
শাওমি আগামী ২৫ সেপ্টেম্বর চীনে উন্মোচন করতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi ১৭, ১৭ Pro ও ১৭ Pro Max। সিরিজটির সবচেয়ে বড় আকর্ষণ হবে প্রো এবং প্রো ম্যাক্স মডেলের পিছনের ম্যাজিক ব্যাক স্ক্রিন। এই সেকেন্ডারি ডিসপ্লেতে সময়, ব্যাটারির অবস্থা ও নোটিফিকেশনের পাশাপাশি থাকবে ক্যামেরা ভিউফাইন্ডার সুবিধা। ফলে সেলফি অভিজ্ঞতা হবে আরও উন্নত।
ম্যাজিক ব্যাক স্ক্রিনের বৈশিষ্ট্য : শাওমির দাবি, ছোট এই স্ক্রিন কেবল নোটিফিকেশনই নয়, বরং মিউজিক কন্ট্রোল, ব্যাটারি স্ট্যাটাস এবং অন্যান্য দ্রুত তথ্য প্রদর্শন করতে পারবে। ক্যামেরা মডিউলের চারপাশে স্ক্রিনটি থাকায় এটি ফোনের ডিজাইনকে একদিকে করবে প্রিমিয়াম, অন্যদিকে ক্যামেরা ব্যবহারে যোগ করবে বাড়তি সুবিধা।
পারফরম্যান্স ও সফটওয়্যার : তিনটি মডেলেই থাকছে সর্বশেষ Snapdragon 8 Elite এবহ ৫ চিপসেট। ফলে গেমিং বা মাল্টিটাস্কিং- সবক্ষেত্রেই মিলবে মসৃণ অভিজ্ঞতা। সফটওয়্যার হিসেবে থাকছে শাওমির নিজস্ব নতুন HyperOS। ফোনগুলোর ডিজাইনে থাকবে ফ্ল্যাট সাইড, বড় ক্যামেরা মডিউল এবং IP68 রেটিং, যা জল ও ধুলোর হাত থেকে সুরক্ষা দেবে।
ক্যামেরা সেটআপ : Xiaomi ১৭ সিরিজে থাকছে খবরপধ ব্র্যান্ডেড ট্রিপল ক্যামেরা সিস্টেম। উন্নত সেন্সর ও লেন্সের কারণে ছবি ও ভিডিওর মান হবে আরও ভালো। বিশেষত মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটি বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।
ব্যাটারি : ডিভাইসগুলোতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হবে। ধারণা করা হচ্ছে, থাকবে ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধা। ফলে একদিকে দীর্ঘ ব্যাকআপ, অন্যদিকে দ্রুত চার্জের সুবিধা মিলবে। সব মিলিয়ে নতুন ডিজাইন, ম্যাজিক ব্যাক স্ক্রিন, শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরা সেটআপ নিয়ে Xiaomi 17 সিরিজ নিঃসন্দেহে উৎসব মৌসুমের সবচেয়ে আলোচিত লঞ্চ হতে চলেছে। নতুন ফ্ল্যাগশিপ কেনার পরিকল্পনা যারা করছেন, তাদের জন্য এটি হতে পারে একটি চমৎকার বিকল্প।