অনলাইন সংস্করণ
১৩:৩৩, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
এখন মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী। ফোনকে সুরক্ষিত রাখতে আমরা সাধারণত ব্যাককভার ব্যবহার করি। তবে প্রশ্ন হচ্ছে- ফোনের ব্যাককভার কত দিন পরপর বদলানো উচিত? বিশেষজ্ঞরা বলছেন, এটি নির্ভর করে ব্যবহার, পরিবেশ এবং কভারের উপকরণের উপর।
কেন বদলানো জরুরি : ক্ষয় ও ভাঙন : দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাককভার ঢিলা হয়ে যায়, কোণ ভেঙে যায় বা আঁচড় পড়ে। এতে ফোনের সুরক্ষা কমে যায়।
স্বাস্থ্যঝুঁকি : প্লাস্টিক বা সিলিকন কভার দীর্ঘদিন ব্যবহার করলে ধুলা, ব্যাকটেরিয়া জমে থাকতে পারে, যা হাত ও ত্বকের জন্য ক্ষতিকর।
দৃষ্টিনন্দনতা : পুরনো কভার ফোনকে মলিন করে তোলে। নতুন কভার ফোনকে আবারও আকর্ষণীয় করে তুলতে পারে।
কত দিন পর বদলাবেন : সিলিকন বা রাবারের কভার : নিয়মিত ব্যবহার করলে ৬-৮ মাস পরপর বদলানো ভালো।
প্লাস্টিক কভার : ৮-১২ মাস পর্যন্ত টেকে, তবে ফেটে গেলে দ্রুত বদলাতে হবে।
লেদার কভার : ভালোভাবে যত্ন নিলে এক বছর বা তার বেশি সময় ব্যবহার করা যায়।
ট্রান্সপারেন্ট কভার : সাধারণত কয়েক মাসের মধ্যে হলদেটে হয়ে যায়, তাই ৪-৬ মাস পর নতুন কভার লাগানো উচিত।
যত্ন নেওয়ার উপায় : সপ্তাহে অন্তত একবার কভার খুলে ফোন পরিষ্কার করুন। অতিরিক্ত গরম, রোদ বা পানির সংস্পর্শ থেকে কভার দূরে রাখুন। কভারের উপাদান অনুযায়ী হালকা ভেজা কাপড় বা জীবাণুনাশক ওয়াইপ দিয়ে মুছে নিন।
সব মিলিয়ে বলা যায়, ফোনের ব্যাককভার শুধু স্টাইলের অংশ নয়, বরং এটি ফোনের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কভার যখনই ক্ষতিগ্রস্ত, নোংরা বা অকার্যকর হয়ে যায়, তখনই নতুন কভার ব্যবহার করা উচিত।