ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রযুক্তির নতুন চমক নিয়ে আসছে শাওমি ১৭ আলট্রা

প্রযুক্তির নতুন চমক নিয়ে আসছে শাওমি ১৭ আলট্রা

চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি আবারও প্রযুক্তির দৌড়ে নতুন মাত্রা যোগ করতে চলেছে। সম্প্রতি সংস্থাটি চীনে উন্মোচন করেছে শাওমি ১৭ প্রো ম্যাক্স, শাওমি ১৭ প্রো এবং শাওমি ১৭ মডেল। আর এবার তারা প্রস্তুতি নিচ্ছে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের নতুন সদস্য শাওমি ১৭ আলট্রা বাজারে আনার।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে থাকবে চারটি পেছনের ক্যামেরা বা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মূল আকর্ষণ হবে ২০০ মেগাপিক্সেল সেন্সর। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে এবং এটি হবে শাওমি ১৫ আলট্রার উত্তরসূরি।

জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক ডিজিটাল চ্যাট স্টেশন-এর তথ্যমতে, শাওমি ১৭ আলট্রা-তে থাকবে চারটি উন্নতমানের ক্যামেরা লেন্স। এর মধ্যে মূল সেন্সরটি হবে ২০০ মেগাপিক্সেলের, যা ব্যবহার করবে নতুন প্রজন্মের অপটিক্যাল সেন্সর প্রযুক্তি। বাকি তিনটি ক্যামেরাই হবে ৫০ মেগাপিক্সেলের, যার একটি হবে নতুন ধরনের অপটিক্যাল পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা দূরের বস্তু জুম করে স্পষ্টভাবে ধরতে পারবে। এই উন্নত ক্যামেরা ব্যবস্থা শাওমি ১৭ আলট্রা-কে করে তুলবে পেশাদার ফটোগ্রাফারদের স্বপ্নের ফোন। এটি কম আলোতে আরও পরিষ্কার ও বিস্তারিত ছবি তুলতে সক্ষম হবে এবং উচ্চমাত্রার জুম করলেও ছবির গুণমান নষ্ট হবে না।

শাওমি ১৭ আলট্রা-তে থাকবে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, যা কোম্পানির সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলির মধ্যে একটি। এর সঙ্গে পাওয়া যাবে সর্বোচ্চ ১৬ গিগাবাইট এলপিডিডিআর ৫এক্স র‍্যাম এবং ১ টেরাবাইট ইউএফএস ৪.১ স্টোরেজ সুবিধা। এই শক্তিশালী যন্ত্রাংশ ফোনটিকে গেম খেলা, ভিডিও সম্পাদনা এবং একাধিক কাজ একসঙ্গে সম্পাদনের ক্ষেত্রে আলাদা উচ্চতায় নিয়ে যাবে। ধারণা করা হচ্ছে, ফোনটিতে থাকবে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট তারযুক্ত ও ৮০ ওয়াট তারবিহীন দ্রুত চার্জিং সমর্থন করবে। পূর্বসূরি শাওমি ১৫ আলট্রা-র মতোই, নতুন ফোনটিতে থাকতে পারে ৬.৭৩ ইঞ্চি কোয়াড-কার্ভড এলটিপিও অ্যামোলেড পর্দা, যা সর্বাধিক ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ স্পর্শ প্রতিক্রিয়া গতি এবং প্রায় ৩,২০০ নিটস উজ্জ্বলতা সমর্থন করবে।

নকশার দিক থেকেও শাওমি ১৭ আলট্রা হতে পারে আরও প্রিমিয়াম মানের। সংস্থাটি এবার ধাতব বডি ও ম্যাট ফিনিশের সমন্বয়ে ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। পাশাপাশি, লেইকাণ্ডএর সঙ্গে যৌথভাবে তৈরি উন্নত ক্যামেরা টিউনিং প্রযুক্তিও এতে যুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবছর শাওমি অক্টোবর মাসে তাদের সাধারণ ও প্রো মডেল বাজারে আনে এবং পরের বছর আলাদা করে আলট্রা সংস্করণ প্রকাশ করে। সেই ধারা মেনেই ধারণা করা হচ্ছে, শাওমি ১৭ আলট্রা ২০২৬ সালের প্রথম দিকেই বাজারে আসবে।

প্রযুক্তি,চমক,শাওমি ১৭ আলট্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত