ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বন্ধ হলো উইন্ডোজ-১০ এর যেসব সুবিধা

বন্ধ হলো উইন্ডোজ-১০ এর যেসব সুবিধা

আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১০ এর বেশ কিছু সাপোর্ট বন্ধ করেছে মাইক্রোসফট। ব্যবহারকারীরা আর কোনো নিরাপত্তা আপডেট, বাগ ফিক্স বা কাস্টমার সার্ভিস পাবেন না বলে জানিয়েছে মাইক্রোসফট করপোরেশন। এর ফরে পিসি স্বাভাবিকভাবে চালু থাকলেও নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়বে।

উইন্ডোজ ১০ চালু হয় ২০১৫ সালে জুলাইতে। তবে উইন্ডোজের অন্যান্য ভার্সনের মতো এটি শুরুতেই জনপ্রিয় পায়নি। আপডেট বাগ, ড্রাইভার সমস্যা ও পুরোনো উইন্ডোজ ৭–এর ব্যবহারকারীরা আপগ্রেড নিয়ে দ্বিধায় ছিলেন। তবে বছরের পর বছর নিয়মিত আপডেটে উইন্ডোজ ১০ হয়ে ওঠে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম।

মিলিয়ন ব্যবহারকারী এই সিস্টেমের পরিচিত লেআউট ও পারফরম্যান্সের কারণে এটিকে ব্যবহার করছেন। উইন্ডোজ ১১–এ আপগ্রেড করা নিরাপত্তা, হার্ডওয়্যার সাপোর্ট এবং বিল্ট-ইন এআই ফিচারের সুবিধা দেয়।

মাইক্রোসফট এখনই সিস্টেমের কম্প্যাটিবিলিটি পরীক্ষা করে উইন্ডোজ ১১–এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে।

যাদের কম্পিউটার উইন্ডোজ ১১–এর জন্য প্রস্তুত নয়, তারা Extended Security Updates (ESU) প্রোগ্রামের মাধ্যমে সীমিত সময়ের জন্য নিরাপত্তা আপডেট পেতে পারেন। তবে এর জন্য প্রতি দুই মাসে পর পর একবার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে হবে।

আবা/এসআর/২৫

উইন্ডোজ ১০,সুবিধা,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত