ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চালু হলো অ্যাপল-অ্যান্ড্রয়েডে ফাইল শেয়ার সুবিধা

চালু হলো অ্যাপল-অ্যান্ড্রয়েডে ফাইল শেয়ার সুবিধা

এখন থেকে অ্যাপলের এয়ারড্রপ ব্যবহার করে সরাসরি আইফোনে ফাইল আদান-প্রদান করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। দীর্ঘদিন ধরে অ্যাপলের এয়ারড্রপ ফিচার শুধু অ্যাপল ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর অ্যান্ড্রয়েডে গুগলের ‘কুইক শেয়ার’ শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য ছিল। এবার সেই সীমাবদ্ধতার সমাধান নিয়ে এলো গুগল।

অ্যাপলের সহযোগিতা ছাড়াই অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে সরাসরি ফাইল পাঠানোর সুবিধা চালু করেছে তারা। প্রযুক্তিবিশ্বে এই পদক্ষেপকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, পিক্সেল ১০ সিরিজের ফোন এখন আইফোনে ঠিক এয়ারড্রপের মতো সহজে ফাইল শেয়ার করতে পারবে। তবে এ জন্য আইফোন ব্যবহারকারীকে তার ডিভাইস ‘discoverable to everyone’ অবস্থায় রাখতে হবে। একইভাবে পিক্সেল ব্যবহারকারীও এ সেটিংস চালু করলে আইফোন থেকে ফাইল গ্রহণ করতে পারবেন।

গুগলের মতে, পিক্সেল ডিভাইসে ফাইল পাঠানোর প্রক্রিয়া শুরু হবে Quick Share ফিচারের মাধ্যমে। এতে অতিরিক্ত অ্যাপ বা ক্লাউড সার্ভিসের প্রয়োজন পড়বে না।

নতুন ফাইল শেয়ারিং সুবিধাটি আপাতত পিক্সেল ১০ সিরিজের ফোনেই চালু করা হয়েছে। অন্য কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন, এমনকি আগের প্রজন্মের পিক্সেল ডিভাইসও এর আওতায় নেই। কবে এটি অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও আসবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি গুগল।

আবা/এসআর/২৫

অ্যাপল-অ্যান্ড্রয়েড,ফাইল শেয়ার,সুবিধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত