ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নিরীহদের রক্তের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তান প্রধানমন্ত্রী

নিরীহদের রক্তের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তান প্রধানমন্ত্রী

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের নির্বিচারে হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয় উত্তেজনা। গত ২২ এপ্রিলের সেই হামলার পর থেকেই বদলা নেওয়ার জন্য উন্মুখ হয়ে ছিল ভারত। পরে গত মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি।

সেই হামলার পর থেকে বিক্ষিপ্তভাবে পাকিস্তান পাল্টা হামলা করলেও আজ শনিবার ভোর থেকে নতুন মাত্রায় এক সামরিক অভিযান শুরু করার কথা জানায়। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’।

নতুন এই অভিযানের অংশ হিসেবে আজ ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র ও কয়েকটি বিমানঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন ভারতের ওপর ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’ অভিযানের আওতায় সেখানেই হামলা হয়েছে, যেখান থেকে ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের ওপর ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

শেহবাজ বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী আজ সমন্বিতভাবে ভারতীয় আগ্রাসনের জোরালো এবং শক্তিশালী জবাব দিয়েছে। পাকিস্তানের আক্রমণগুলি...বিশেষ করে ভারতীয় সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে করা হয়েছে যেখান থেকে পাকিস্তানের ওপর আক্রমণ চালানো হয়েছিল।’ খবর আল জাজিরার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ আমরা ভারতকে উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহদের রক্তের প্রতিশোধ নিয়েছি।’

পাকিস্তান,প্রধানমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত