ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ক্যানসারে আক্রান্ত হয়েছেন জো বাইডেন

ক্যানসারে আক্রান্ত হয়েছেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার শরীরে ধরা পড়া ক্যানসারটি ইতিমধ্যে হাড়েও ছড়িয়ে পড়েছে।

রোববার (১৮ মে) স্থানীয় সময় বাইডেনের দফতর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তার প্রস্রাবে সমস্যার কারণে কয়েকটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, প্রোস্টেটে একটি নতুন গুটি গঠিত হয়েছে।

পরে, চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রাস্ত। ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকদের ভাষ্য, বাইডেনের ক্যানসারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির। তার গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯, যা ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে ‘উচ্চ-গ্রেড’ হিসেবে শ্রেণিবদ্ধ করে। এই ধরনের ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

প্রোস্টেট ক্যানসার নির্ণয়ে গ্লিসন স্কোর একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। এটি কোষের গঠন, আকৃতি এবং বিস্তারের ধরন বিশ্লেষণ করে ক্যানসারের মাত্রা ও সম্ভাব্য চিকিৎসা নির্ধারণে সাহায্য করে।

আবা/এসআর/২৫

ক্যানসার,জো বাইডেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত