ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ সরানোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার বার্তা

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ সরানোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার বার্তা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমান ও ড্রোন সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। দোহা থেকে কিছুটা দূরে অবস্থিত এই ঘাঁটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা।

স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে যুদ্ধবিমানের অনুপস্থিতি বুধবার (১৮ জুন) প্ল্যানেট ল্যাবস পিবিসির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ঘাঁটির টারমাক সাধারণত যেসব সি-১৭ পরিবহন বিমান, এফ-১৫ যুদ্ধবিমান ও গোয়েন্দা ড্রোনে পূর্ণ থাকে, তার অধিকাংশই সরিয়ে ফেলা হয়েছে।

আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা মেলেনি এ বিষয়ে এখনও মার্কিন প্রতিরক্ষা দপ্তর কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে, দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটি মূলত মার্কিন সেনাদের রক্ষা করার কৌশলের অংশ। তারা কতগুলো বিমান বা কোন ঘাঁটিতে সেগুলো সরানো হয়েছে, তা জানাতে রাজি হননি।

সতর্কতা জারি ও প্রবেশ নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (১৯ জুন) কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস আল-উদেইদ ঘাঁটিতে সাময়িক প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে সতর্কতা জারি করেছে। একই ধরনের পদক্ষেপ এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর ঘাঁটিতেও গ্রহণ করা হয়েছিল।

বিশ্লেষকদের মত: বড় উত্তেজনার ইঙ্গিত সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের আশঙ্কা থাকলে যুক্তরাষ্ট্র এমন গুরুত্বপূর্ণ অস্ত্র ও বাহন আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এটি একদিকে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত না থাকা সত্ত্বেও প্রস্তুতি নেওয়ার বার্তা, অন্যদিকে ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন সম্পৃক্ততার সম্ভাবনা বাড়ছে- এমন আশঙ্কাও তৈরি করছে।

ট্রাম্প ‘অস্পষ্ট’ অবস্থানেই এদিকে বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি ইসরায়েলের পাশে দাঁড়াতে পারি, আবার নাও পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।' তার এই মন্তব্য মার্কিন অবস্থান আরও অনিশ্চিত করে তোলে।

সার্বিক চিত্র মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরানো, কূটনৈতিক সতর্কতা এবং ট্রাম্পের অস্পষ্ট বক্তব্য সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে। ইরান-ইসরায়েল সংঘাত সরাসরি যুক্তরাষ্ট্রকে টানতে শুরু করেছে কিনা- সেটিই এখন আন্তর্জাতিক মহলের বড় প্রশ্ন

যুক্তরাষ্ট্র,উড়োজাহাজ,মধ্যপ্রাচ্য,উত্তেজনার বার্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত