ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ড. ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ

ড. ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন।

মঙ্গলবার ( জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে ২৪ ঘণ্টার সফরে সকালে ঢাকায় পৌঁছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার সচিব হালুক গোরগুন।

বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক। হালুক গোরগুনের এই সফরে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সিএসএসবি তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থা। সংস্থাটি প্রশিক্ষণ, গবেষণার মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিকাশ বিবর্তনের বিষয়ে ভূমিকা রাখে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের সমরাস্ত্র কেনাকাটা এবং বিনিয়োগের দেখভাল করে

ড. ইউনূস, প্রধান উপদেষ্টা, তুরস্ক, প্রতিরক্ষা শিল্প, সংস্থা, সাক্ষাৎ,
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত