ইরানে চলমান হামলা বন্ধে ইসরায়েলকে হস্তক্ষেপ না করতে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় কূটনীতিকদের পক্ষ থেকে চাপ আসলেও তিনি জানিয়েছেন, 'ইসরায়েল এখন জিতছে, তাই জয়ী পক্ষকে থামতে বলা কঠিন।'
বৃহস্পতিবার (১৯ জুন) এক সাংবাদিক সম্মেলনে ইসরায়েলকে হামলা কমাতে যুক্তরাষ্ট্র চাপ দেবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
'তারা খুব ভালো করছে, এখন জয়ের পথে। এমন পরিস্থিতিতে কিছু বলা ঠিক নয়।'
তার এই মন্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার, ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এদিকে, ইউরোপীয় নেতারা সহিংসতা কমিয়ে আনা ও আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানালেও তা কার্যত উপেক্ষিত থাকছে।
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর জবাবে তেহরানও ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে আসছে।
এই পাল্টাপাল্টি আঘাতে উভয় দেশেই ব্যাপক প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের ঘটনা ঘটেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা, বিবিসি, ওয়াশিংটন পোস্ট.