অনলাইন সংস্করণ
১৯:০৩, ১২ আগস্ট, ২০২৫
বলিউডে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য নাকি ভাঙনের পথে। একাধিকবার বিচ্ছেদের খবর প্রকাশিত হলেও প্রতিবারই তা মিলিয়ে গেছে হাওয়ায়। সম্প্রতি আবারও শোনা যাচ্ছিল, তারা নাকি সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন। তবে এবার নিজেদের উপস্থিতিতেই সেই জল্পনায় ইতি টানলেন দুই তারকা।
রবিবার ভোরে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়ে একটি ভিডিও, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
পারিবারিক ছুটি কাটিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন অভিষেক-ঐশ্বরিয়া। কালো পোশাকে মা-মেয়ে ও ব্রাউন জ্যাকেটে অভিষেক—তিনজনের মুখেই ছিল প্রাণখোলা হাসি। ভিডিওতে দেখা যায়, অভিষেক স্ত্রী ও মেয়ের জন্য গাড়ির দরজা খুলে দিচ্ছেন এবং একসঙ্গে হেঁটে বিমানবন্দর ত্যাগ করছেন।
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় আরও কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে, যেখানে এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় এই তারকা দম্পতিকে। এক ভিডিওতে ঐশ্বরিয়াকে সানগ্লাস পরে ক্যামেরার সামনে চুল ঠিক করতে দেখা যায়, অন্যটিতে তিনি অভিষেকের কাঁধে হেলে ভক্তের সঙ্গে সেলফি তুলছেন।
সম্প্রতি নিজের অভিনয়জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আমি যতই ব্যাখ্যা দিই, কেউ না কেউ সেটাকে বিকৃত করে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই এখন আর আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।’
ভক্তদের অনেকেই মনে করছেন, বিমানবন্দরে এই হাসিখুশি উপস্থিতিই বিচ্ছেদের সব গুঞ্জন উড়িয়ে দিয়েছে। এবারও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য না করে শুধু একসঙ্গে থেকে উত্তর দিলেন দুই তারকা।