তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে সবচেয়ে বড় বাধা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার একের পর এক উসকানিমূলক পদক্ষেপ ও সামরিক আগ্রাসনের মাধ্যমে গোটা অঞ্চলে অস্থিরতা তৈরি করছে। এ পরিস্থিতিতে তিনি ইসরায়েলের ওপর প্রভাব রাখে- এমন দেশগুলোকে আহ্বান জানান, যেন তারা নেতানিয়াহুর ‘বিষাক্ত বক্তব্য ও প্ররোচনায়’ প্রভাবিত না হয়।
এরদোয়ান আরও বলেন, ইরান, গাজা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে, তাতে সহিংসতা ও অস্থিরতা আরও বাড়ছে। তিনি দাবি করেন, ইরানে সাম্প্রতিক হামলার অন্যতম উদ্দেশ্য ছিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পারমাণবিক আলোচনা ভণ্ডুল করা। এর মাধ্যমে নেতানিয়াহু সরকারের যুদ্ধকামিতার রূপ আবারও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্টের মতে, নেতানিয়াহুর উদ্দেশ্য কোনো সমস্যা সমাধান নয়, বরং জায়নবাদী উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে গোটা অঞ্চল এবং বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া। এ প্রসঙ্গে তিনি মুসলিম দেশগুলোকে সক্রিয় হতে আহ্বান জানান এবং বলেন, এখন আর নীরব দর্শক থাকার সময় নেই। মুসলিম রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এবং সম্মিলিত চাপ প্রয়োগ করতে হবে, যাতে এই আগ্রাসনের অবসান হয়।