ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা ও ইসরায়েলকে দায়ী করল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা ও ইসরায়েলকে দায়ী করল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের ইরানের ওপর সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে দেশটি। সোমবার (২৩ জুন) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক বিবৃতি প্রকাশ করে। এএফপি ও বাসসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই হামলাকে উত্তর কোরিয়া জাতিসংঘের সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

এটি ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়া। বিবৃতিতে স্পষ্ট বলা হয়, 'গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইরানের ওপর মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, যা জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালাকে অগ্রাহ্য করেছে।'

এছাড়া বিবৃতিতে আরও বলা হয়, 'এই আঞ্চলিক উত্তেজনা একমাত্র ইসরায়েলের বেপরোয়া আগ্রাসন এবং যুদ্ধাপরাধের ফল। একতরফা স্বার্থসিদ্ধির লক্ষ্যে ইসরায়েল দীর্ঘদিন ধরে যুদ্ধ, দখলদারি এবং সহিংসতা চালিয়ে যাচ্ছে।'

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, ইরানের সব পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একে ‘সম্পূর্ণ ধ্বংস’ বলাটাই সঠিক হবে।'

উত্তর কোরিয়ার এ বিবৃতি মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া ভূ-রাজনৈতিক জটিলতায় আরও একটি কূটনৈতিক মাত্রা যোগ করল। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার এই অবস্থান আন্তর্জাতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

যুক্তরাষ্ট্র,নিন্দা,ইসরায়েল,উত্তর কোরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত