ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কয়েক মাসের মধ্যে ফের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান

কয়েক মাসের মধ্যে ফের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও দেশটি আগামী কয়েক মাসের মধ্যেই আবারও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে সক্ষম হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা (ইরান) কয়েক মাসের মধ্যেই বা তারও আগে সেন্ট্রিফিউজ চালু করে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।”

শনিবার সিবিএস নিউজে সাক্ষাৎকারটির অনুলিপি প্রকাশ করা হয়। এতে গ্রোসি আরও বলেন, হামলার আগে ইরান তাদের মজুদকৃত ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ প্রায় ৪০৮.৬ কেজি ইউরেনিয়ামের কিছু অংশ সরিয়ে নিতে পেরেছিল কি না, তা এখনো পরিষ্কার নয়। এ ইউরেনিয়াম আরও পরিশোধনের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী করা সম্ভব, যা দিয়ে অন্তত নয়টি বোমা তৈরি করা যেতে পারে।

গ্রোসি বলেন, 'আমরা জানি না, উপাদানগুলো কোথায় আছে। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু হয়তো গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। সময়ের সঙ্গে বিষয়টি স্পষ্ট হবে।'

গত ১৩ জুন ইসরায়েল ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার পরই যুক্তরাষ্ট্রও তেহরানের আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা করে। ইসরায়েল দাবি করেছে, এসব হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে বিরত রাখতেই চালানো হয়েছে। যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হামলায় পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি ‘গুরুতর’। তবে এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে।”

তবে আইএইএ প্রধান গ্রোসি এই দাবিকে কিছুটা সর্তক করে বলেন, “ইরানের এখনও কিছু স্থাপনা টিকে আছে।' সূত্র: দ্য গার্ডিয়ান।

ইউরেনিয়াম,ইরান,যুক্তরাষ্ট্র,ইসরায়েল,আইএইএ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত