ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নৌ-ড্রোন দিয়ে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া

নৌ-ড্রোন দিয়ে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া

রাশিয়া নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, ‘সিম্ফারোপোল’ নামের যুদ্ধজাহাজটি ডানুবে নদীর প্রবেশদ্বারে ডুবানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিভিন্ন সংবাদমাধ্যমে এই হামলার খবর ছড়িয়েছে, তবে জাহাজটির নাম প্রকাশ করা হয়নি।

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমত্রো প্লেটেনচুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় একজন ক্রু নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু ক্রু নিখোঁজ রয়েছে।

জাহাজের ডুবে যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেননি, তবে ক্ষতিগ্রস্ত জাহাজ পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

রাশিয়া এ ঘটনায় প্রথমবার নৌ-ড্রোন ব্যবহার করেছে। ‘সিম্ফারোপোল’ একটি মিডিয়াম নজরদারি যুদ্ধজাহাজ। এটি প্রজেক্ট লাগুনার আওতায় ৫০২ইম ট্রলার প্রকল্পে তৈরি করা হয়। জাহাজটি মূলত রেডিও-ইলেকট্রনিক গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হতো এবং নৌবাহিনীর অভিযানে সহায়তা প্রদান করতো। ২০১৯ সালে সমুদ্রের পানিতে নামলেও নৌবাহিনীতে যুক্ত হয় ২০২১ সালে।

এ ঘটনায় ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল মধ্যরাতে রাশিয়া ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ হামলার পর ইউরোপের দেশগুলো জানিয়েছে, শান্তি আলোচনার নামে রাশিয়া আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে।

ডুবিয়ে দিল রাশিয়া,ইউক্রেনের যুদ্ধজাহাজ,নৌ-ড্রোন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত