ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অনশন শুরু করেছেন ইসরায়েলে আটক ফ্লোটিলার অভিযাত্রীরা

অনশন শুরু করেছেন ইসরায়েলে আটক ফ্লোটিলার অভিযাত্রীরা

দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনশন শুরু করেছেন।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চারটি সামাজিক সংস্থার জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি। বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা।’

এফএফসির বিবৃতিতে বলা হয়, বুধবার যেদিন অভিযাত্রীদের আটক করা শুরু হয়, সেদিনই অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

অনশন,ফ্লোটিলা,অভিযাত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত