অনলাইন সংস্করণ
২১:০৭, ০৩ অক্টোবর, ২০২৫
দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনশন শুরু করেছেন।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চারটি সামাজিক সংস্থার জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি। বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা।’
এফএফসির বিবৃতিতে বলা হয়, বুধবার যেদিন অভিযাত্রীদের আটক করা শুরু হয়, সেদিনই অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।