ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সুইজারল্যান্ডে নববর্ষের উৎসব চলাকালে বিস্ফোরণে নিহত ৪০, আহত ১০০

সুইজারল্যান্ডে নববর্ষের উৎসব চলাকালে বিস্ফোরণে নিহত ৪০, আহত ১০০

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে ক্রানস মোন্টানার একটি মদের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

সুইজারল্যান্ডের পুলিশ আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জানায়, ‘লে কন্সটেলেশন’ নামের ওই মদের দোকানে নতুন বছর বরণ উপলক্ষে উৎসব চলছিল। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি এলাকা হলেও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মোট কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি।

দেশটির সংবাদমাধ্যম ডেইলি ব্লিক এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিসে ৪০ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, হতাহতের সংখ্যা অনেক বেশি এবং এতে প্রায় ৪০ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছান। উদ্ধারকাজে সহায়তার জন্য হেলিকপ্টারও মোতায়েন করা হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের স্বজনদের জন্য বিশেষ বুথ খোলা হয়েছে, যাতে তারা তাদের প্রিয়জনদের খোঁজখবর নিতে পারেন।

কীভাবে এবং কিসের মাধ্যমে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর ক্রানস মোন্টানা এলাকায় নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।

সুইস সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই মদের দোকানে একটি কনসার্ট চলছিল এবং সেখানে আতশবাজি সদৃশ পায়রোটেকনিকস ব্যবহার করা হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও পুলিশ জানিয়েছে, বিষয়টি এখনো নিশ্চিত নয়। সূত্র: এনডিটিভি

আহত ১০০,উৎসবে নিহত ৪০,সুইজারল্যান্ডে নববর্ষের উৎসব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত