ঢাকা রোববার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, স্ত্রীসহ ‘বন্দি’ মাদুরো

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, স্ত্রীসহ ‘বন্দি’ মাদুরো

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ বন্দি করে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর এএফপি, সিএনএন ও আল জাজিরার।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ভেনেজুয়েলা ও দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘বড় ধরনের হামলা’ চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অভিযানে মাদুরো দম্পতিকে আটক করা হয়েছে এবং এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় সম্পন্ন হয়।

তিনি আরও জানান, অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ বিষয়ে স্থানীয় সময় বেলা ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে সংবাদ সম্মেলনের কথাও উল্লেখ করেন ট্রাম্প।

এর আগে, যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ার পর ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। শুক্রবার দিবাগত রাতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছু এলাকায় আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে বলেও বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।

ভেনেজুয়েলার সরকার এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। বিস্ফোরণের পর রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।

এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত একটি ডকিং এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে।

এদিকে, হামলার পর দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালানোর অভিযোগ আনেন।

ভেনেজুয়েলা,যুক্তরাষ্ট্র,সামরিক অভিযান,নিকোলাস মাদুরো,বন্দি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত