অনলাইন সংস্করণ
১৫:১৩, ০৪ জানুয়ারি, ২০২৬
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পাঁচ মাস ধরে নিবিড় নজরদারিতে রেখেছিলেন মার্কিন গোয়েন্দারা। এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন এক ব্রিফিংয়ে।
মার্কিন সেনারা সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্ক সিটিতে নিয়ে আসে।
মার্কিন প্রতিরক্ষা বাহিনী এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন অ্যাবস্যালুট রিজল্ভ’।
নিউইয়র্ক সিটিতে এক ব্রিফিংয়ে জেনারেল ড্যান কেইন বলেন, “আমরা গত আগস্ট মাস থেকে মাদুরোকে নিবিড় নজরদারির মধ্যে রেখেছিলাম। তিনি কীভাবে চলাফেরা করেন, কোথায় থাকেন, কোথায় যান, কী খান, কোন পোশাক পরেন এমনকি তার পোষা প্রাণীগুলোরও সার্বক্ষণিক তথ্য আমাদের কাছে থাকত। এমনকি আমরা যে ‘অপারেশন অ্যাবস্যালুট রিজল্ভ’ পরিচালনা করেছি—এর জন্যও কয়েক মাস ধরে পরিকল্পনা ও মহড়া করতে হয়েছে আমাদের। তারপর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
২০১৭ সালে ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের সময় থেকেই নিকোলাস মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে আসীন হওয়ার পর ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসন মাদুরোর প্রতি আরও আগ্রাসী হয়ে ওঠে।
গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, চার দিন আগে তিনি মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে অভিযানের নির্দেশ দিয়েছেন। সূত্র: এএফপি