ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের আরও কাছে মার্কিন বিমানবাহী রণতরী

ইরানের আরও কাছে মার্কিন বিমানবাহী রণতরী

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইরানের আরও কাছে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং বেশ কিছু যুদ্ধজাহাজ। অপরদিকে যেকোনো সম্ভাব্য মার্কিন হামলা প্রতিরোধে ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে তেহরান।

সোমবার (২৬ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা বহনকারী একটি জাহাজ ইসরায়েলের দিকে যাচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে একটি ‘থাড’ আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পৌঁছানোর কথা রয়েছে।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে বিশাল নৌবহর ভারত মহাসাগরে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের জলসীমায় প্রবেশ করেছে। তবে ইরানের বিরুদ্ধে যেকোনও সম্ভাব্য হামলার জন্য এটি এখনও প্রস্তুত নয়।

এদিকে মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবরের পর এক বিবৃতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের কাছে মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজের আগমন তেহরানের প্রতিরক্ষা অবস্থান বা কূটনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে না।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কখনো যুদ্ধকে স্বাগত জানাইনি, আবার কূটনীতি ও আলোচনার পথ থেকেও কখনো সরে আসিনি। এসব আমরা বাস্তবে দেখিয়েছি।’ ইরানের কাছে জনগণের সমর্থনে দেশ রক্ষার পূর্ণ ইচ্ছা ও সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেকোনো আক্রমণের “ব্যাপক ও অনুশোচনাপ্রসূত জবাব” দেওয়া হবে। ইরান তার ক্ষমতার ওপর আস্থা রাখে এবং অতীতের অভিজ্ঞতা কাজে লাগাবে, বিশেষ করে জুনের (ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ) বীরত্বপূর্ণ যুদ্ধের অভিজ্ঞতা। এবারের জবাব আগের চেয়েও শক্তিশালী হবে।’

এছাড়াও ইরানি সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে— বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

আবা/এসআর/২৫

ইরান,রণতরী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত