টানা কয়দিন ধরে বিশ্বের বায়দূষণের শহরের তালিকায় বেশ খারাপ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকার নাম। তবে আজ সামান্য উন্নতি হয়েছে রাজধানী ঢাকার বায়ুর মানের। অন্যদিকে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইরাকের বাগদাদ নগরী।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা রয়েছে সাত নম্বরে। স্কোর ১৫৯ যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত।
দূষণ তালিকায় শীর্ষে থাকা বাগদাদের স্কোর ২৮১ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৮৩ অর্থাৎ এই শহরের বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
তৃতীয় তালিকায় রয়েছে উগান্ডার কাম্পালা (স্কোর ১৬৫) যা অস্বাস্থ্যকর। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬৩), পোল্যান্ডের ক্রোকো (১৬০) এবং পাকিস্তানের করাচি (১৫৯)।
একিউআই মান অনুযায়ী, একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে 'মাঝারি' বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে 'বিপজ্জনক' হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
আবা/এসআর/২৫