রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়ার স্কাইভিউ বাসভবনে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধরা বাসভবনের সামনে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
হামলার আগে আন্দোলনকারীরা রংপুর প্রেসক্লাব এলাকায় জমায়েত হয়ে জিএম কাদেরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। তাকে 'আওয়ামী লীগের দোসর' হিসেবে অভিহিত করে গ্রেপ্তারের দাবি জানায় এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের আহ্বান তোলে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বিএনপির কার্যালয়সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে সরাসরি স্কাইভিউ বাসভবনের সামনে গিয়ে তারা ঢিল ছোড়ে এবং পরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
ঘটনার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নেয়। একাধিক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। হঠাৎ এই হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে জাপা নেতাকর্মীদের মধ্যে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিস্তারিত আসছে…