আগামী ২ জুন আলোচনার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এসেছে, তবে আলোচনার নামে শুধু আনুষ্ঠানিকতা চলছে, কার্যকর অগ্রগতি নেই। তিনি প্রশ্ন তোলেন, “আলোচনার জন্য এত আয়োজন, অথচ সমাধানের কোনো দিকনির্দেশনা নেই—এভাবে চললে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, 'সংস্কারের নামে এখন শুধু কলা ঝুলানো হচ্ছে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। নির্বাচন পেছানোর কোনো যৌক্তিক কারণ নেই। যদি থেকে থাকে, সরকারকে তা পরিষ্কারভাবে জানাতে হবে।'
আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, 'যারা প্রকৃতপক্ষে নির্বাচন চায় না, তারাই বিএনপি নেতাদের দেশদ্রোহী, বিদেশি এজেন্ট বলে অপবাদ দিচ্ছে। দীর্ঘ ১৭ বছরের ত্যাগ-তিতিক্ষার প্রতিদান এভাবেই দেওয়া হচ্ছে।'
সালাহউদ্দিন আহমদ বলেন, 'ফ্যাসিবাদের রাজনীতির ফাঁদে পড়ে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী সচেতনভাবে দেশে মতভেদের দেয়াল তুলছে।'