ঢাকা রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

৬ বিভাগে বৃষ্টির আভাস

৬ বিভাগে বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এমন অবস্থায় রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়া দেশের বাকি ছয় বিভাগেই আজ হালকা থেকে মাঝাড়ি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, “মৌসুমি বায়ু এখন সক্রিয় থাকায় বৃষ্টি মোটামুটি হচ্ছে। তবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও কমে যেতে পারে।” তিনি জানান, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। এছাড়া ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা মনে করছেন, মৌসুমি বায়ুর এই সক্রিয়তা আগামী কয়েকদিন স্থায়ী হতে পারে। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা জনজীবনে সাময়িক দুর্ভোগের পাশাপাশি নদীভিত্তিক এলাকাগুলোতে বন্যার আশঙ্কাও তৈরি করছে।

এদিকে বৃষ্টির কারণে দেশের কয়েকটি নদ-নদীতে বেড়েছে পানি। বিশেষ করে ভারী বৃষ্টির ফলে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরের তিস্তা নদীর পানিও সতর্কসীমায় রয়েছে এবং তা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, “সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও হালদা নদীর সাতটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।”

বৃষ্টি,আবহাওয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত