ঢাকা সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘আহত জুলাইযোদ্ধা’দের আয় ৫ লাখের নিচে করমুক্ত

‘আহত জুলাইযোদ্ধা’দের আয় ৫ লাখের নিচে করমুক্ত

গেজেটভুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’-এর আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের জন্য ২০২৬-২৭ অর্থবছর থেকে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাব তুলে ধরেন।

তবে সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রেখে তা আগের মতোই বছরে ৩ লাখ ৫০ হাজার টাকা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই শ্রেণির সর্বোচ্চ কর হার ৩০ শতাংশ নির্ধারণ এবং কর স্তর পুনর্বিন্যাসের কথা উল্লেখ করেছেন তিনি।

অর্থ উপদেষ্টা আরও জানান, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হবে।

এছাড়া নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর এক হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

করমুক্ত,জুলাইযোদ্ধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত