এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের বিস্তার নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবছর যেসব মৌসুমভিত্তিক জরিপ পরিচালনা করত, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর তা ব্যাহত হয়েছে। গত এক বছরে কেবল একটি জরিপ চালিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রাক-মৌসুমে পরিচালিত সেই জরিপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মোট ১৩টি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে মৌসুম শুরু হলেও ওই জরিপের তথ্য প্রকাশ হয়নি, ফলে সংশ্লিষ্টরা যথাযথ প্রস্তুতি নিতে পারেননি।
জরিপ অনুসারে, ঢাকা উত্তর সিটির ছয়টি এবং দক্ষিণ সিটির সাতটি ওয়ার্ডে এডিস মশার ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি, যা উচ্চঝুঁকির সংকেত। মধ্যম ঝুঁকিতে রয়েছে উত্তর সিটির সাতটি ও দক্ষিণের ১৮টি ওয়ার্ড। দক্ষিণ সিটির ১৫টি ও উত্তর সিটির আটটি ওয়ার্ডে কোনো লার্ভা মেলেনি। বিশ্লেষণে দেখা গেছে, সর্বাধিক লার্ভা পাওয়া গেছে বহুতল ভবনে—৫৮.৮৮ শতাংশ। এরপর নির্মাণাধীন ভবনে ১৯.৬৩ শতাংশ, একক বাড়িতে ৯.৮ শতাংশ, সেমিপাকা বাড়িতে ৮.৮৮ শতাংশ এবং ফাঁকা জায়গায় ২.৮ শতাংশ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত জরিপ না হলে রোগের প্রকৃত গতি বোঝা যায় না, ফলে নিয়ন্ত্রণও কঠিন হয়ে পড়ে। অতীতে তিন ধাপে করা মৌসুমভিত্তিক জরিপগুলো রোগের প্যাটার্ন বুঝে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে সহায়তা করত। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ অভিযোগ করেন, সরকারের হঠাৎ জরিপ কার্যক্রম বন্ধ করায় শুধু ডেঙ্গু নয়, অন্যান্য সংক্রামক রোগও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। বরিশালে আক্রান্তের হার বেশি, কারণ সেখানে পানি জমে থাকে। কিট মজুত আছে, তবে জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের, যা এ যাবৎকালের সর্বোচ্চ। চলতি বছর ১৭ জুন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন, যার মধ্যে বরিশালেই ১৩৮ জন।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা— জরিপ ও তথ্য বিশ্লেষণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব। মৌসুম শুরুর আগেই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।