ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত

রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত

রাজধানীর পল্টন এলাকায় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারিদের ছোড়া গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) দিনগত রাতে এই ঘটনা ঘটে। তারা হলেন এ এস আই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়।

ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে এ এস আই আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়।

এ ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

আবা/এসআর/২৫

রাজধানী,গুলি,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত