ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সারাদেশে ডেঙ্গু রোগী ৭ হাজার ছাড়ালো

সারাদেশে ডেঙ্গু রোগী ৭ হাজার ছাড়ালো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ৭ হাজার ৭৭ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ২৮০ জনই বরিশাল বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০, রাজশাহী বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ৩ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সবমিলিয়ে ৭ হাজার ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের।

আবা/এসআর/২৫

ডেঙ্গু,আক্রান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত