ঢাকা সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় ঐকমত্য কমিশনের সপ্তম বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সপ্তম বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৈঠকে সংস্কার প্রস্তাবের এখনো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর আগে দ্বিতীয় পর্যায়ের ছয়টি বৈঠকে ৯টি এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিনিময় হয়েছে।

গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে দলগুলো একমত হয়।

বিএনপি জানিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার বিধানে তারা একমত, তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয়। দলটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আলাদা কমিটির প্রস্তাবের বিরোধিতাও করেছে।

এদিকে, সংবিধানের মূলনীতি সংক্রান্ত প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানা গেছে।

আজকের বৈঠকে এ বিষয়গুলোর চূড়ান্ত নিষ্পত্তির চেষ্টা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠক,ঐকমত্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত