ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

৫ আগস্টের পর কর্মস্থলে 'উধাও' ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

৫ আগস্টের পর কর্মস্থলে 'উধাও' ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ১৩ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ১৩টি প্রজ্ঞাপন জারি করা হয়।

জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২(১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন। তবে এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে বলেও স্পষ্ট করা হয়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে এবং পুলিশ বাহিনীর একটি অংশ চাপে পড়ে যায়। এ সময় অনেক পুলিশ সদস্য দায়িত্বে যোগ দিলেও কিছু কর্মকর্তা কয়েকদিন পরই অনুপস্থিত হয়ে যান। কেউ কেউ ছুটিতে গিয়েও ফেরেননি, আবার কেউ কোনো ছুটির আবেদন ছাড়াই কর্মস্থল থেকে উধাও হয়ে যান।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরে দায়িত্বে অনুপস্থিত এই ১৩ জন পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে অনুপস্থিত অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

৫ আগস্ট,পুলিশ কর্মকর্তা,বরখাস্ত,স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত