ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯২

সারা দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন রোগী। চলতি বছরে এক দিনে এটি সর্বোচ্চ সংক্রমণ।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন—বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ৪৮ জন মারা গেছেন। অন্যদিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১২ হাজার ৭৬৩ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৪০৯ জন।

এর আগে ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন। ওই বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। তারও আগে ২০২৩ সালে রোগটিতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

ডেঙ্গু,মৃত্যু,আক্রান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত