টানা বৃষ্টিতে সাতক্ষীরার শহর ও গ্রামীণ জনপদে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। সাতক্ষীরা পৌরসভাসহ সদর ও আশাশুনি উপজেলার বেশিরভাগ এলাকাই বর্তমানে পানিবন্দি।
সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, ১ থেকে ৮ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলায় ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় হয়েছে ১০২ মিলিমিটার।
সরেজমিনে জানা গেছে, কামালনগর, ইটাগাছা, পলাশপোলের মধুমোল্লারডাঙি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইচপুর, মধ্য কাটিয়া, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাঠপাড়া, পার-মাছখোলা ও পুরাতন সাতক্ষীরার মতো নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের।
এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ বলেন, ৯টি ওয়ার্ডে অস্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে। শহরের খাল ও ড্রেন উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেসব ঘের মালিক পানি আটকে রেখেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
আবা/এসআর/২৫