ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

৩ জেলার বন্যা পরিস্থিতির দিকে বিশেষ নজর সরকারের

৩ জেলার বন্যা পরিস্থিতির দিকে বিশেষ নজর সরকারের

কয়েকদিনের টানা অতিবৃষ্টির কারণে দেশের তিন জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অতিবৃষ্টির কারণে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ এবং পরিস্থিতি বিবেচনায় দ্রুত ব্যবস্থাগ্রহণ করছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্তসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান।

আবা/এসআর/২৫

বন্যা পরিস্থিতি,নজর,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত