পরিবেশ নিয়ে আন্দোলন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, পরিবেশের বিপর্যয় হলে আপনার মৃত্যু তরান্বিত হবে। পরিবেশের অধিকারের সঙ্গে আপনার জীবনের অধিকার একাকার হয়ে গেছে। আপনার এখানে যদি পরিবেশ বিপন্ন হয়, তাহলে আপনার জীবনও বিপন্ন হবে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এ. কে. খান আইন অনুষদের মিলনায়তনে আয়োজিত ন্যাশনাল ল অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, যখন দেখি আমাদের আশপাশের কারো স্বজনের শ্বাস কষ্ট হচ্ছে, পলিথিনের কারণে নদী বিপন্ন হচ্ছে ও তার নাব্যতা হারাচ্ছে, কালো ধোঁয়ার কারণে আমার দেশের জনগণ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, মৃত্যুর মুখে ঢলে পড়ছে, তখনই আমরা উপলব্ধি করতে পারি, পরিবেশ আমাদের দেশের জন্য কত বড় গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে পারে।
তিনি আরো বলেন, নদীর দুই পাড়ে দখল, প্লাস্টিক ফেললে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়। একসময় স্রোতস্বিনী নদী রূপ নেয় মৃত জলাশয়ে। এমন বাস্তবতা থেকেই পরিবেশ নিয়ে আন্দোলন এখন সময়ের দাবি। আমি চাই না বাংলাদেশের মেধাবীরা বিদেশে পাড়ি দিক। তারা যেন এখানেই স্বপ্ন বুনতে পারে, এমন বাংলাদেশ গড়তেই পরিবেশ বাঁচাতে হবে।
এটর্নি জেনারেল অভিযোগ করে বলেন, জেলায় জেলায় পরিবেশ উন্নয়নের জন্য তহবিল থাকলেও তা ব্যয় হয় না। একটি জেলায় গিয়েছিলাম, যেখানে জেলা প্রশাসক জানালেন ৪০ লাখ টাকার তহবিল পড়ে আছে, যা খরচই হয় না। তিনি উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়ার। এ ধরনের উদ্ভাবনী চিন্তা সব জেলায় ছড়িয়ে দিতে হবে।
দুই দিনব্যাপী আয়োজিত র্যাংকন প্রেজেন্টস এসসিএলএস 'ন্যাশনাল ল অলিম্পিয়াড ২০২৫'-এর প্রথম দিনের প্রতিপাদ্য বিষয় ছিল 'জলবায়ু আইন ও পরিবেশ ন্যায়বিচার'। দেশের সবচেয়ে বড় আইনভিত্তিক এই প্রতিযোগিতায় ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি টিম অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতাটি ৫টি ধাপে অনুষ্ঠিত হচ্ছে–পিক্টোরিয়াল প্লী রাউন্ড, রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম অ্যাসেম্বলি রাউন্ড ও সিম্পোজিয়াম রাউন্ড। প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীরা ৮টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আইনি বিশ্লেষণ, যুক্তি ও বিতর্কভিত্তিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।