ঢাকা শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নৌকা প্রতীক থাকছে, শাপলা অন্তর্ভুক্ত হচ্ছে না: ইসি

নৌকা প্রতীক থাকছে, শাপলা অন্তর্ভুক্ত হচ্ছে না: ইসি

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় নৌকা প্রতীক আপাতত থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে শাপলা প্রতীক এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও তিনি জানান।

রোববার (১৩ জুলাই) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক এখনই বাদ দেওয়া হচ্ছে না। প্রতীকগুলো নির্বাচন কমিশনের সংরক্ষিত। কোনো দলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই।’

এ সময় তিনি আরও বলেন, ‘এনসিপি (ন্যাশনাল কনসারভেটিভ পার্টি) চাইলে শাপলা প্রতীক দাবি করতে পারে। তবে বর্তমানে নির্বাচন কমিশনের তফসিলে শাপলা প্রতীক নেই, ফলে এখনই তা অন্তর্ভুক্ত হচ্ছে না। দল হিসেবে তাদের নিবন্ধন হলে পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করা হবে।’

এর আগে, রোববার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠকে বসে। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্য।

বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, ‘আমরা ইসিকে জানিয়েছি— নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। আইন মন্ত্রণালয়ে পাঠানো তফসিল সংশোধন প্রস্তাব থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা তুলে ধরেছি। সিইসি জানিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন।’

ইসি,প্রতীক হিসেবে শাপলা,থাকছে নৌকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত