খুলনায় সুশান্ত কুমার মজুমদার নামের এক খাদ্য পরিদর্শককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রী মাধবী রানী মজুমদার বাদী হয়ে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সুশান্ত কুমার মজুমদার খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা এলাকার বাসিন্দা। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খুলনার চার নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, খুলনার চার নম্বর ঘাটে ইনচার্জ হিসাবে কর্মরত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় কর্মস্থলে মো. রেজা ও বাবু মন্ডল নামক দুইজন এবং তাদের সঙ্গে আরও অপরিচিত তিনজন লোক এসে পুলিশের লোক পরিচয় দিয়ে হ্যান্ডকাফ পরিয়ে মারতে মারতে ট্রলারে উঠিয়ে নিয়ে যায়।
আরও জানা যায়, বাবু মন্ডল কয়েকবার সুশান্ত কুমার মজুমদারের কাছে টাকা দাবি করেন এবং দিতে অস্বীকার করায় বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছেন।
আবা/এসআর/২৫