অনলাইন সংস্করণ
১৮:২৭, ০৪ আগস্ট, ২০২৫
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন।
সোমবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১১ জনই ঢাকা সিটি করপোরেশনের বাইরের।
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৫ জন, যার মধ্যে ১২ হাজার ৯৫০ জন পুরুষ ও নয় হাজার ১১৫ জন নারী। এই সময়ে মারা গেছেন ৮৬ জন, যাদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৩৭ জন নারী।
প্রসঙ্গত, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সময় পার করে। ওই বছর আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।