ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিস্ট্রিবিউশন পিএলস'র অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) একাধিক এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং লক্ষাধিক টাকার গ্যাস চুরি রোধ ও জরিমানা আদায় করেছে প্রতিষ্ঠানটি।

তিতাসের জোবিঅ-আশুলিয়ার আওতাধীন ভূঁইয়াপাড়া, কাজী মার্কেট ও সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুর এলাকায় পেট্রোবাংলা, আশুলিয়া ও সাভারের জরুরি টিমের সহায়তায় পরিচালিত অভিযানে প্রায় ১ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ এবং ৫০০টি আবাসিক বার্নার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ১০০ মিটার পাইপলাইন অপসারণ/জব্দ করে আনুমানিক মাসিক ১২ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়।

একইদিন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব মিল্টন রায়ের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৬ আওতাধীন মিরপুর এলাকায় অভিযান চালানো হয়। মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ডেনিম এক্সপ্রেস ও জি কেয়ার বিডির সংযোগে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে ৩৯৫টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, ৪১৮ মিটার পাইপ ও ৫টি বার্নার জব্দ এবং এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস গ্যাসের জয়দেবপুর জোনে পরিচালিত আরেক অভিযানে পূর্ব ও পশ্চিম জয়দেবপুর, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা এবং মিতালি পাড়ার কয়েকটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন গ্রাহকের পুনঃসংযোগ কেটে ওয়েল্ডিং করে কিল করা হয়। একইসাথে পশ্চিম চাপুলিয়ায় দুটি অবৈধ রাইজারের ৭টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং ১০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

এছাড়া, কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রেডিমিক্স সংলগ্ন এলাকায় অবৈধ চুনা কারখানায় অভিযান চালিয়ে সরাসরি ২০ ইঞ্চি গ্যাস লাইনে সংযুক্ত সংযোগ বিচ্ছিন্ন ও ক্যাপিং করা হয়। মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২, রাজস্ব বিভাগ, সেন্ট্রাল ভিজিল্যান্স এবং অপারেশন টিমের যৌথ উদ্যোগে নামবিহীন আরেকটি অবৈধ চুন কারখানার ২০ ইঞ্চি × ১৪০ PSIG সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাসিবুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা, ভুইগড় ও গিরিধারা এলাকায় অবৈধ সংযোগবিরোধী অভিযান পরিচালিত হয়। টিপটপ মশার কয়েল, রাকি চানাচুর, সুচি বিস্কুট, নিউ একতা ওয়াশসহ মোট ৭টি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন এবং মোট ১০ লক্ষ টাকা জরিমানা ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের পাইপ, বার্নার, রেগুলেটর ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

তিতাস গ্যাস জানায়, সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৬ আগস্ট ২০২৫ পর্যন্ত সময়কালে পরিচালিত অভিযানে সারাদেশে ২৯৯টি শিল্প, ৩৮১টি বাণিজ্যিক ও ৬৭ হাজার ৪৯৭টি আবাসিকসহ মোট ৬৮ হাজার ১৭৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময়ে ১ লাখ ২৮ হাজার ৯৯১টি বার্নার এবং ২৪৭.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ,উচ্ছেদ,তিতাস,সাঁড়াশি অভিযান,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত