ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান: জরিমানা ও অর্থদণ্ড

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান: জরিমানা ও অর্থদণ্ড

অবৈধ গ্যাস ব্যবহার ও সংযোগ বিচ্ছিন্নে সাঁড়াশি অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

রবিবার (১৭ আগস্ট) ঢাকার সাভার ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পরিচালিত পৃথক অভিযানে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান, চুনা ভাটা ও হোটেল-রেস্টুরেন্টের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এতে গ্যাস চুরি রোধ ও সরকারি রাজস্ব সুরক্ষিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে কলমা, গৌরীপুর, গরুরহাট, আশুলিয়া কলেজ রোড ও বড় আশুলিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২টি শিল্প প্রতিষ্ঠান (রুট নেক্স ওয়াশিং ও মা থ্রেড অ্যান্ড এক্সেসরিজ), ৩টি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, প্রায় ১০০ মিটার পাইপ জব্দ, ০.১ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করা হয়।

তিতাস জানিয়েছে, এসব সংযোগ বিচ্ছিন্নের ফলে মাসে প্রায় ৮ লাখ ২৮ হাজার ৫৮৫ টাকা মূল্যের গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া একটি শিল্প গ্রাহককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অন্যদিকে, সোনারগাঁও আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুরে অভিযান চালানো হয়। এসময়— ৩টি অবৈধ চুনা কারখানা, ২টি হোটেল/রেস্টুরেন্টের সংযোগ বিচ্ছিন্ন, ১.৫” ডায়া বিশিষ্ট ২০ ফুট লাইন পাইপ, ১৫টি স্টার বার্নার জব্দ, এক্সকেভেটরের মাধ্যমে চুনা ভাট্টির মালামাল গুড়িয়ে দেওয়া হয়, ২টি রেস্টুরেন্ট থেকে **মোট তিন লাখ টাকা জরিমানা** আদায় করা হয়।

ঢাকায় গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন

অভিযোগের ভিত্তিতে রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকায় ভিজিল্যান্স টিম সরেজমিনে পরিদর্শন করে। সেখানে আবু তাহের নামে এক গ্রাহকের ভবনে অনুমোদিত ৪টি ডাবল চুলার পরিবর্তে ১১টি ডাবল চুলায় গ্যাস ব্যবহার ধরা পড়ে। এ কারণে তার সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করা হয় এবং সীল স্থাপন করা হয়।

তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা ও অর্থদণ্ড,তিতাসের অভিযান,অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত