ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বুড়িগঙ্গা থেকে একদিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে একদিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে একদিনে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে চার বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় নদী পাড়জুড়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জের মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে এক নারী ও এক পুরুষের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো দীর্ঘক্ষণ পানিতে থাকায় অর্ধগলিত হয়ে যাওয়ায় তাদের প্রিঙ্গার প্রিন্ট নেওয়া সম্ভব হয়নি। এর ফলে, প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

‎নৌ-পুলিশ সদরঘাট থানার ইনচার্জ সোহাগ রানা জানান, স্থানীয়রা দুপুর সাড়ে ১২টায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাদের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এছাড়াও, সন্ধ্যায় বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ি এলাকায় আরও দুটি মরদেহ পাওয়া গেছে। সেগুলো ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।‎

‎এদিকে স্থানীয়রা বলছেন, সন্ধ্যায় পাওয়া মরদেহগুলোর সঙ্গে ৫০ কেজি ওজনের চালের বস্তা পাওয়া গেছে। যে বস্তার সঙ্গে হাত বেঁধে নারী ও পুরুষের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

আবা/এসআর/২৫

বুড়িগঙ্গা,মরদেহ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত