ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও অনিয়ম রোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। রাজধানীসহ বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে একাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে।

তিতাসের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুনের নেতৃত্বে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি, মধ্য ভাটেরচর ও আনারপুরা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এতে তিনটি হোটেল-রেস্টুরেন্ট, একটি মিষ্টি কারখানা এবং একজন আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় ৫০ ফুট লাইন পাইপ, ২৮টি স্টার বার্নারসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে সিনিয়র সহকারী সচিব সিমন সরকারের নেতৃত্বে রাজধানীর আলুব্দী ও ইস্টাং হাউজিং এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। পেট্রোবাংলা ও তিতাসের ভিজিল্যান্স টিমের এ অভিযানে ১৯ প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সোর্স লাইন কেটে ফেলা হয় এবং বেশ কিছু সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে বিভিন্ন পাইপ ও গ্যাস ব্যবহার উপকরণ জব্দ করা হয়।

এছাড়া, বকেয়া পরিশোধ না করায় সাভার ও আশুলিয়ার কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সাভারের এইচ.আর টেক্সটাইল, ভরসা ফুড ইন্ডাস্ট্রিজ ও আশুলিয়ার স্টার লাইট নিট লিমিটেডের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। একইসঙ্গে শ্যানটেক্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে তাৎক্ষণিকভাবে দুই কোটি চৌদ্দ লাখ টাকার বেশি বকেয়া আদায় করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগ উচ্ছেদ ও বকেয়া আদায়ে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা আদায়,তিতাসের অভিযান,অবৈধ গ্যাস সংযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত