
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ৭ সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যা আজ বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
নতুন কমিটিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া কমিটির সদস্য হিসেবে থাকছেন– বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে:
যুগ্মসচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কমিটি সরকারকে পরামর্শ দেবে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ-বদলিতেও কমিটি সুপারিশ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।