অনলাইন সংস্করণ
১৪:৪৬, ২৭ আগস্ট, ২০২৫
পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।
এর আগে, বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তারা যমুনার দিকে রওনা দিলে শাহবাগ ও আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।শিক্ষার্থীরা স্লোগান দেন— “আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম”, “কোটা না মেধায়, মেধায় মেধায়”, “অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই”, “কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও”।
এদিকে, আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিলে সচিব কমিটি সমস্যা সমাধান করবে।