অনলাইন সংস্করণ
১৭:১৮, ২৭ আগস্ট, ২০২৫
গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদী ও মুন্সীগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং তিতাসের ভিজিল্যান্স টিমের নেতৃত্বে একযোগে এ অভিযান পরিচালিত হয়।
নরসিংদীর হাজীপুর বউ বাজার, হাজীপুর পশ্চিমপাড়া ও দত্তপাড়া এলাকায় পাঁচটি স্পটে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেবের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি বেকারির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় প্রায় ১১০ ফুট পাইপ জব্দ করা হয় এবং ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সবগুলো অবৈধ লাইন উৎস পয়েন্ট থেকে কেটে ফেলা হয়।
এদিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ও পঞ্চসার এলাকায় সিনিয়র সহকারী সচিব সিমন সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ, আলমদিনা বোর্ড মিলস, বিসমিল্লাহ বোর্ড মিলস ও মেঘনা ফেব্রিক্স লিমিটেডসহ একাধিক শিল্প প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে একটি আবাসিক রেগুলেটর, ২৫০ ফুট হোজ পাইপ এবং এমএস পাইপ জব্দ করা হয়েছে। এতে মাসিক প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হবে বলে জানিয়েছে তিতাস।
এ ছাড়া, ভৈরব ও নরসিংদী অঞ্চলে ভিজিল্যান্স টিমের অভিযানে আরও আটটি স্পটে অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করা হলেও কোনো অনিয়ম পাওয়া যায়নি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগ উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।