
চীন সফর শেষে দেশে ফিরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তারা হাসপাতালে যান। এসময় নাহিদ ইসলাম নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।
জাতীয় পার্টিকে নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, জাতীয় পার্টি শুধু গত ১৬ বছর দালালি করেনি, তারা নব্বইয়ের গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি। তখন রাজনৈতিক দলগুলো আপস করে এরশাদকে পুনর্বাসন দিয়েছিল। এবার আমরা সেই ভুল করব না। জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের জনগণ বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করবে।
জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, আমরা মনে করি, জাতীয় পার্টির কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার।
এসময় তিনি অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়।
আবা/এসআর/২৫