অনলাইন সংস্করণ
১৫:৩১, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে সাতরাস্তা মোড়ে অবস্থান করে কর্মসূচি পালন করছেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে সাতরাস্তা মোড় অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সড়কগুলোয় সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকেরা। পরে বেলা ২টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা। তবে তারা সাতরাস্তা মোড়ে অবস্থান করবেন। সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল করবে।
কারিগরি শিক্ষার্থীদের দাবিগুলো হলো–
এদিকে, শিক্ষকেরাও তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম। তিনি জানান, আজকের কর্মসূচিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ ৪টি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নিয়েছেন।