অনলাইন সংস্করণ
১৭:৩৬, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে নতুন করে ৬৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী এবং দুইজন পুরুষ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৮ জন রোগী। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৭ জন। বরিশাল বিভাগে ১৫৮ জন, ঢাকা বিভাগে ১২৬ জন, চট্টগ্রামে ১০৬ জন, খুলনায় ৪১ জন, রাজশাহীতে ৩৫ জন, ময়মনসিংহে ৩০ জন এবং রংপুর বিভাগে ভর্তি হয়েছেন ৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮৭ জনের। একই সময়ে সারা দেশে মোট ৪৩ হাজার ৮৪১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।