ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আরপিও সংশোধন পুনর্বিবেচনা হতে পারে: ইসি সচিব

আরপিও সংশোধন পুনর্বিবেচনা হতে পারে: ইসি সচিব

প্রায় সব নির্বাচন কমিশন ভোটের আগে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের উদাহরণ দেখিয়েছে। এবারও আরপিওর বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ অনুযায়ী জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতা সহ কিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে।

এরপর জোটের প্রতীক, জামানত এবং নির্বাচনী ব্যয় নিয়ে বিএনপি সহ কয়েকটি দল আপত্তি জানায়। তবে এসব মতবিরোধের মধ্যেই আরপিওর অধ্যাদেশ জারি করে সরকার।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এতোদিন দলগুলোর সঙ্গে আলোচনা না করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় রেখেই আরপিও সংশোধন করা হয়েছে। আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হতে পারে। এই সংলাপে আইন, বিধি, নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দলগুলোর পরামর্শ নেওয়া হবে।

আখতার আহমেদ বলেন, আমরা নিজের মতো করে আরপিও সংশোধন করেছি এটি আংশিক সত্যি। তবে কমিশনের সুপারিশ বিবেচনা করেই এটি করা হয়েছে। আচরণবিধির গেজেট এখনো পাইনি। রোববারের মধ্যে সেটি পেলে একদিনের ব্যবধানে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে।

ইসি সচিব আরও বলেন, পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। তবে তা সময়োপযোগী হতে হবে। আপত্তি বা মতবিরোধ থাকা বিষয়গুলো নিয়ে আলোচনার পর কমিশনের কাছে যুক্তিযুক্ত মনে হলে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তবে পরিবর্তন এককভাবে সম্ভব নয়, এর জন্য সরকার, দল ও প্রশাসনের সংশ্লিষ্টতা প্রয়োজন।

তিনি মন্তব্য করেন, ভিন্নমত সবসময় প্রতিযোগিতামূলক নয়, এটি অপরিপূর্ণ হিসেবে কাজ করে।

ইসি সচিব,আরপিও সংশোধন,পুনর্বিবেচনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত