
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের মান ছিল ২৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
এদিন তালিকার শীর্ষে ছিল ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ৫৭৭। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (৩৫৬), আর চতুর্থ স্থানে ভারতের কলকাতা (২২৪)।
বিশেষজ্ঞদের মতে, ঢাকায় বায়ুদূষণের মূল উৎস ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণসাইটের উড়ন্ত ধুলো। এ ছাড়া শীতকাল ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়।