ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঠান্ডা-গরম নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

ঠান্ডা-গরম নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

কয়েকদিনের এই গরম এই ঠাণ্ডা পরিস্থিতি কাটিয়ে আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর চলতি মাসের শেষ দিকে দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে দেয়া নিয়মিত আবহাওয়া বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে শনিবারের (২২ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী দুইদিন তাপমাত্রা কিছুটা কমার প্রবণতা থাকতে পারে। আর চলতি মাসের শেষ দিকে আবার তাপমাত্রা কমে সারা দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

বার্তায় আরও বলা হয়, সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা কম।

এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবা/এসআর/২৫

তাপমাত্রা,আবহাওয়া অফিস,ঠান্ডা-গরম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত